বুধবার ১৬ এপ্রিল ২০২৫ - ১৬:১৬
ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করবে না

ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি স্পষ্ট জানিয়েছেন, দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রশাসন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য কোনো চুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে পারবে না।

হাওজা নিউজ এজেন্সি: সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোহাজেরানি সতর্ক করে দেন, “যদি কোনো চুক্তিও হয়, তার সুফল পেতে মাস কিংবা বছর লেগে যেতে পারে। কিন্তু আমরা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে এখনই পদক্ষেপ নিচ্ছি।”

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, সরকারের এই অবস্থান ইসলামি বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর নির্দেশনার সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ।

গতকাল এক উচ্চপদস্থ কর্মকর্তাদের সমাবেশে নেতা বলেছিলেন, “আমাদের শিল্প-অর্থনীতি, নির্মাণ খাত বা সংস্কৃতির কোনো কিছুই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ওপর নির্ভরশীল নয়।”

সর্বোচ্চ নেতা আরও স্পষ্ট করেন, “ওমান আলোচনা সফল হোক বা না হোক, আমরা এ বিষয়ে না বেশি আশাবাদী, না হতাশাবাদী। তবে অপর পক্ষের প্রতি আমাদের গভীর সন্দেহ থাকলেও নিজেদের সক্ষমতার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।” তিনি ওমান আলোচনার সাথে জাতীয় অগ্রগতিকে শর্তযুক্ত করতে কঠোরভাবে নিষেধ করেন।

ইরান সরকারের মুখপাত্র জানান, সরকার ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে বিভিন্ন কমিটি ও টাস্কফোর্স গঠন করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু করেছে। তার মতে, “জনগণের আস্থা ও সমর্থনই আমাদের প্রধান শক্তি। আমরা প্রতিদিন নতুন সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি, কোনো অলৌকিক সমাধানের জন্য বসে নেই।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha